•• আপনাদেরকে আমার ছোট্ট সাইটে স্বাগতম । আশা করি সাইটের পোস্ট গুলো ভালো লাগবে ••
সাথে থাকুন ..!.. ভালো থাকুন ('-')
Tuesday, October 21, 2014
অ্যান্ড্রয়েডে স্কাইপ অ্যাপ্লিকেশন কতটুকু নিরাপদ
সম্প্রতি অ্যান্ড্রয়েডে অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশন গুলো ঝুঁকিপূর্ণ হতে পারে জানিয়েছে
স্কাইপ । ম্যালিশিয়াস কিছু অ্যাপ্লিকেশন একই অ্যান্ড্রয়েডে ইন্সটল করা থাকলে তা স্কাইপ ব্যবহারকারীর ইউজারনেম, পাসওয়ার্ড, চ্যাট লগ ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ ওগোপন তথ্য হাতিয়ে নিতে পারে।
জানা গেছে, গত মাসে গুগল তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেট থেকে ২১টি অ্যাপ্লিকেশন মুছে দিয়েছে। কারণ হিসেবে জানা গেছে, এসব অ্যাপ্লিকেশনে ম্যালিশিয়াস কোড ছিল যা ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ডাটা হাতিয়ে নিতে পারতো। এছাড়াও যেসব ব্যবহারকারী ভুলে বা না জেনে এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইন্সটল করে ফেলেছেন তাদের জন্যও কিল সুইচ বের করে গুগল যার মাধ্যমে এসব অ্যাপ্লিকেশন মুছে ফেলা যায়। কিন্তু এরপরও সব ব্যবহারকারীর মোবাইল থেকে এসব অ্যাপ্লিকেশন নিশ্চিহ্ন হয়ে যায়নি বলেই জানা গেছে।
বিষয়টি সবার আগে নজরে আনে অ্যান্ড্রয়েডের সিকিউরিটি নিয়ে তৈরি তৃতীয়পক্ষের সাইট ANDROID POLICE।এরপরই স্কাইপের নজরে আসে বিষয়টি এবং তারা তাদের অফিসিয়াল ব্লগে বিষয়টি জানায়। মূলত স্কাইপ যেই ফাইলে ব্যবহারকারীর বিভিন্ন গোপন তথ্য রাখে, সেই ফাইলের পারমিশন উন্মুক্ত হওয়ায় যে কোনো অ্যাপ্লিকেশনই ফাইলটি রিড করতে পারে। ফলে, তৃতীয়পক্ষের অ্যাপ্লিকেশনের পক্ষে এসব গোপন তথ্য হাতিয়ে নেয়া পানির মতো সোজা হয়ে দাঁড়ায়। বিষয়টি অ্যান্ড্রয়েড পুলিশ কর্তৃক সবার নজরে আনার পর স্কাইপ জানিয়েছে তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে।
অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোডের মার্কেট উন্মুক্ত করে দেয়ায় সবাই যে প্রশংসা করেছিল, এবার বোধহয় তা দমতে বসলো। কারণ অ্যাপলের আইটিউনসে কোনো অ্যাপ্লিকেশন অনুমোদন পাওয়ার আগে নানা টেস্টের মধ্য দিয়ে যেতে হয়। ফলে ডেভেলপারদের জন্য ব্যাপক কষ্টসাধ্য হলেও ব্যবহারকারীর জন্য আইটিউনসের সব অ্যাপ্লিকেশন নিরাপদ। যা নিঃসন্দেহে একটি ভালো দিক। তবে এইসব ঘটনায় অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেটের উন্মুক্ত থাকা বন্ধ হবে না বলেই মনে করেন অনেকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment