•• আপনাদেরকে আমার ছোট্ট সাইটে স্বাগতম । আশা করি সাইটের পোস্ট গুলো ভালো লাগবে ••
সাথে থাকুন ..!.. ভালো থাকুন ('-')
Tuesday, October 21, 2014
আপনার ফোনে কি (Not enough space) দেখায় ?
আশা করি ভালো আছেন । আমি এখন আপনাদের এন্ড্রয়েড এর একটি এরর প্রবলেমের সমাধান দিবো...
ইন্টারনাল স্টোরেজে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা স্বত্তেও এপস ইন্সটল হয় না.. "Not enough space অথবা এরকম কিছু ম্যাসেজ শো করে... তাই বলে সব এপসেই কিন্তু এ সমস্যা হয় না... এরকম হয়, আপনি যখন কোনো এপ আনইনস্টল করে আবার পুনরায় ইন্সটল করতে যান তখন.. তাও সবসময় বা সব এপস এর ক্ষেত্রে নয়...
যাইহোক, চলুন দেখে নেই এ সমস্যা কিভাবে সমাধান করবেন -
•• যা যা লাগবে-
আপনার সেট অবশ্যই রুটেড হওয়া লাগবে এবং root explorer বা es file explorer লাগবে.. আমি root explorer ব্যাবহার করেছি..
••কার্যপদ্ধতি-
প্রথমে root ex ওপেন করুন.. তারপর "Mounted as rw" স্ক্রীনের উপরের দিকে এটি পাবেন.. (ছবিতে দেখিয়ে দেয়া হয়েছে)
এটি আপনাকে রিড রাইট পার্মিশন দিবে.. এরপর "data" ফোল্ডারে ক্লিক করুন..
•• এবার "app" ফোল্ডারে ঢুকুন.. এখন যে এপটি ইন্সটল করার সময় ওরকম সমস্যা হচ্ছে সেটির একটি ".odex" ফাইল আছে, ধরুন Modern Combat 2 তে এরকম সমস্যা হচ্ছে তখন Data>app এ এক্সেস করলে "modern combat 2.odex" এরকম একটি ফাইল পাবেন..
•• এখন এটি ডিলিট করে দিন. তারপর সেটটি রিবুট করে নিন.. এখন আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত এপ টি ইন্সটল করতে পারবেন..
(আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রীনশট দেয়া হলো এবং বিভিন্ন পয়েন্ট গুলো লাল বক্সে চিনহিত করে দেয়া হয়েছে)
(যেভাবে বলছি সেভাবেই করবেন. উল্টাপাল্টা কিছু করে সেটের বারোটা বাজালে আমি বা আমার কেউই দায়ী থাকবে না)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment