•• আপনাদেরকে আমার ছোট্ট সাইটে স্বাগতম । আশা করি সাইটের পোস্ট গুলো ভালো লাগবে ••
সাথে থাকুন ..!.. ভালো থাকুন ('-')
Tuesday, October 21, 2014
মরণঘাতী ইবোলা ভাইরাস
ইবোলা ভাইরাস থেকে সাবধান থাকুন এবং অন্যকে সাবধান করুন।
আক্রান্ত হওয়ার লক্ষন:
** লক্ষণ তেমন কিছুই না। সাধারণ রোগের মত জ্বর-বমি-শরীর ব্যাথা-কাশি-ডাইরিয়া এই গুলো হতে পারে।
** ইবোলা সর্বোচ্চ ২১দিন সুপ্তাবস্থায় থাকতে পারে। এই ২১দিন আপনি আক্রান্ত ব্যাক্তিকে সাধারণ মানুষ হিসেবেই দেখবেন। তার থেকে আপনার মধ্যেও যদি ভাইরাস ঢুকে যায় তাহলেও ২১দিনের আগে টের পাবেন না।
** ইবোলার পরিণতি হলো মৃত্যু।
এখন কথা হলো যে মৃত্যুটা কিভাবে হবে???
এ সম্পর্কে জীব বিজ্ঞানীরা বলেছেন, ইবোলার ফলে কোষ ফেটে যায়!!! আর কোষ ফেটে গেলে মানব শরীরে কি হয় সেটা তো আপনারা বুঝতে পারছেন।
কাজেই বুঝতেই পারছেন, মৃত্যুটা কতটা যন্ত্রণাদায়ক।
আর ইবোলা কিভাবে ছড়ায় এটা পোষ্ট-এর সাথে যে পিক দেয়া আছে সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে।
কাজেই আপনারা সবাই সচেতন হউন এবং অন্যকে সচেতন করুন।
পোষ্টটি আপনার Facebook Wall এ শেয়ার করতে নিচে দেখুন আছে share to facbook.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment