Tuesday, October 21, 2014

ফ্রি তে Whats APP এর মেয়াদ বাড়ান

এন্ড্রয়েড মোবাইল এখন ফাইল শেয়ারিং এর জন্য একটা জনপ্রিয় মাধ্যম। আর এই মাধ্যমগুলোর মধ্যে whatsapp হচ্ছে বহুল জনপ্রিয় এবং ব্যবহৃত একটা এপস। যেকোন ফাইল কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি দ্রুত শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। whatsapp এর জনপ্রিয়তার কারনে বাংলাদেশে বেশ কিছু মোবাইল কোম্পানি whatsapp কে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছিল। কিন্তু whatsapp এর একটা সমস্যা আছে সেটা হল ১ বছর পরে এর ট্রায়াল ভার্সন বন্ধ হয়ে যায়। আপনি যদি আবার সেই নাম্বার দিয়ে এপ্সটি ব্যাবহার করতে যান তাইলে আপনাকে টাকা দিয়ে এর সার্ভিস কিনে নিতে হবে। কিন্তু আমি আপনাদের কয়েকটা প্রসেস বলব যেটা প্রয়োগ করে খুব সহজেই এপ্সটির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। তার আগে Whatsapp নিয়ে কিছু কথা বলতে চাই । সবাই জানেন Whatsapp অনেক কাজের একটা App । বিশেষ করে যারা চ্যাটিং করেন সবসময় তাদের জন্য এইটা খুবই কাজের । ধুর , এতো ফাও কথা বলতেছি ক্যান কাজের কথায় আসি সবাই জানেন , Whatsapp ফ্রি না । এর ট্রায়াল ভার্সন এক বছরের পর শেষ হয়ে গেলে পরে কিনতে হয় । আজ পর্যন্ত Whatsapp এর কোনো জেনুইন ক্র্যাক বের হয় নি । অনেকে মনে করেন Whatsapp+ এ লাইফটাইম মেয়াদ থাকে । কিন্তু না । সেটাতেও এক বছর পর পেইমেন্ট করতে হয় । আর Freedom ইউজ করবেন ? সরি টু সে , Whatsapp Not Crackable By Freedom তাহলে কিভাবে চালাবো Whatsapp ? খুব ইজি তাই অনেকে আগে থেকেই জানেন । কিন্তু যারা জানেন নাহ তাদের জন্য লিখেছি । আর জানলে তো ভালোই। মেথড ১: ১.একটা এন্ড্রয়েড ফোন নিন সাথে একটা iPhone ও নিন ২.দুইটাতেই আগে থেকে Whatsapp থাকা চাই । এন্ড্রয়েডে থাকবে এক্সপায়ার্ড Whatsapp আর আই ফোন এ থাকবে নন এক্সপায়ার্ড । ৩. এখন এন্ড্রয়েড থেকে এক্সপায়ার্ড হওয়া Whatsapp রিমুভ করে দিন ৪.এখন iOS এর Whatsapp ইন্সটল হওয়ার সাথে সাথে একটা কনফারমেশন মেসেজ আসবে । সেই নাম্বারে মেসেজ আসবে যেইটা দিয়ে আপনি এন্ড্রয়েডে এতদিন Whatsapp ইউজ করেছেন । ৫. একাউন্ট এ চেক করে দেখেন Whatsapp দশ বছরের জন্য রেজিস্টার্ড হয়ে গেছে ৬.এখন চাইলে iPhone এ এই Whatsapp চালাতে পারেন নতুবা এন্ড্রয়েডে ইন্সটল করে সেই পুরোনো নম্বর দিয়ে আরো দশ বছর চালান। মেথড ২: ১.একটা নতুন Gmail ID খুলুন । মোবাইলে থাকা এক্সপায়ার্ড Whatsapp রিমুভ করুন ২.তারপর প্লে স্টোর এ যান । Then Settings>Add New Account এ গিয়ে আগের একাউন্ট সরিয়ে নতুন Gmail একাউন্ট এড করে Whatsapp এর ফ্রেশ কপি ডাউনলোড দিন । তারপর আবার এক বছর। মেথড ৩ : ১. এক্সপায়ার্ড হওয়ার সাথে সাথে Acoount এ যান ২. Remove account দিন। আরো এক বছর প্রথম মেথড টি কাজ এখন কাজ করবে নাকি ঠিক করে বলতে পারছি না । কারন প্রথম মেথড টি কোনো ক্র্যাক না, এইটা Whatsapp এর একটা বাগ। তাই Whatsapp Corp. যদি এই বাগটি রিমুভ করে ফেলেন তাহলে আর প্রথম মেথড এপ্লাই করতে পারবেন নাহ।

No comments:

Post a Comment