Saturday, October 11, 2014

বর্ষায় সাপের উপদ্রব থেকে বাঁচুন

বর্ষার সময় আমাদের কাঁচা বাড়ি ঘর ও চারিদিক ক্রমশ পানিতে তলিয়ে যায় ।ফলে সাপ এবং এই জাতীয় বিষাক্ত পোকার মাকড় এর উপদ্রব খুব বেড়ে গেছে।মাঝে মাঝে আমাদের ঘরে বাড়ীতে সাপ ঢুকে পড়ছে।তাই সাপ নিয়ে আমরা সবাই কম বেশি সমস্যার মধ্যে আছি। তো কি ভাবে এই সমস্যার সমাধান করা যায়। কার্বলিক এসিড কাচের বোতলে ভরে ঘরে রাখলে সাপ আসে না।আমরা তেলাপোকা তাড়ানোর জন্যে যেমন ন্যাপথলিন ব্যবহার করি ঠিক সাপের তাড়ানোর ক্ষেত্রেও কার্বলিক এসিড ব্যবহার করা যায়।সাপের দেহেJacobs organনামক এক ধরনের Smell Detective Organথাকে যার সাহায্যে সাপ বাতাস থেকে গন্ধ নেয়।Carbolic Acidমিশ্রিত বাতাস যখন শ্বাস-প্রশ্বাসের সাথে সাপের দেহে প্রবেশ করে তখন সাপ বুঝতে পারে যে আশে-পাশের পরিবেশ তার জন্য নিরাপদ বা উপযুক্ত নয়।এই কারনেCarbolic Acidএর জার বা বোতলকে খোলা রাখা হয় যেন সহজেই তা বাতাসে মিশে যেতে পারে।তখন সাপও আর ধারের কাছে আসে না। তবে কার্বলিক এসিড অবশ্যই কাঁচের পাত্রে রাখবেন। প্লাস্টিকের পাত্রে রাখলে এসিডের কারণে গলে যাবে। আর বোতলের মুখ খুলে রাখবেন। এছাড়া কার্বলিক এসিডে যদি ভেজাল থাকে তাহলে কাজকরবে না। খাটি কার্বলিক এসিড সংগ্রহ করবেন। আজকাল তো আবার ভেজালের যুগ। আর কোন কারনে কাউকে সাপে দংশন করলে খুব দ্রুত পাশের হাসপাতালে নিয়ে পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাবস্থা নিতে হবে। আমাদের অনেকের ধারনা আছে সাপে কামড় দিলে কবিরাজ বা ওঝা বিষ নষ্ট করে দেয় বা বিষ তুলে দেয়।আমার অবশ্য এ বিষয়ে কোন ধরনা নাই।আর এটা যেহুতু বিজ্ঞান সম্মত নয় তাই আমার মতে কোন রিস্ক এর মধ্যে না যাওয়াই ভাল।

No comments:

Post a Comment