Saturday, October 11, 2014

এন্ড্রয়েড ফোন থেকে ফ্রি তে কথা বলুন যে কোন দেশে

আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ১ ঘণ্টা ফ্রীতে কথা বলতে পারবেন বিশ্বের যে কোন দেশে। প্রথমে আমিও ভাবতাম ফ্রীতে আর কত মিনিট কথা বলব । কিন্তু ফ্রীতে যদি ৬০ মিনিট কথা বলা যায় তাও আবার বিদেশে তবে মন্দ কি। তবে 3G এরিয়ায় থাকলে ভালো । চলুন কাজের কথায় আসা যাক যা যা লাগবেঃ ১। Libon App Download Link= এখানে ক্লিক করুন ২। একটি SIM [ যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি ] ৩। একটি Email ID [ যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি ] করণীয়ঃ ১। উল্লেখিত Link হতে Libon App টি ডাউনলোড করে ফোনে ইন্সটল করে ওপেন করুন । ওপেন করে নিচের মত New to Libon এ click করুন । ২। তারপর , আপনার First Name, Last Name এবং Mobile No [ Libon App এ পূর্বে ব্যবহৃত হইনি এরকম ] দিন এবং নিচের মত Validate এ Click করুন। ৩। অতঃপর আপনার Email ID [ যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি ] দিয়ে Registration সম্পন্ন করুন। ৪। এবার Dailpad এ যান এবং দেখুন আপনাকে free কথা বলার জন্য ৬০ মিনিট দেওয়া হয়েছে । তাহলে আর কি Enjoy করুন ৬০ মিনিট যেকোনো নম্বরে। বিঃদ্রঃকোন প্রবলেম হলে কমেন্ট করবেন ।

No comments:

Post a Comment