Saturday, October 11, 2014

করিম Vs করিমের বৌ

করিম একদিন বলছেন তাঁর বন্ধুকে— জানিস, বউয়ের সঙ্গে ঝগড়া হলে আমি কী করি? বন্ধু: কী করিস? করিম : আমাদের বিয়ের ভিডিও দেখি। বন্ধু: কেন? করিম : কারণ, আমি ভিডিওটা ‘রিওয়াইন্ড’ মুডে দেখি। সবকিছু উল্টো হতে থাকে। আমার স্ত্রী হাত থেকে আংটি খুলে ফেলে, আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায়। দেখতে বড় ভালো লাগে!

No comments:

Post a Comment