Friday, October 10, 2014

হারানো জিনিস খুঁজে বের করুন

ল্যাপটপ, স্মার্টফোনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র হারিয়ে ফেলার খবর প্রায়ই শোনা যায়। প্রিয় যন্ত্রটি হারিয়ে মন খারাপ হলেও ব্যক্তিগত তথ্য অন্যের হাতে পড়ায় তা নিয়ে বেশ দুশ্চিন্তা থাকে। যন্ত্রটি উদ্ধার চেষ্টার পাশাপাশি অনেকেই চাইবেন যেন অন্তত ফোন বা ল্যাপটপটি দূর থেকে বন্ধ (লক) করতে এবং বিভিন্ন তথ্য মুছে ফেলতে। ঠিক এ ধরনের কাজে ‘প্রে’ নামে একটি বিনা মূল্যের মুক্ত সফটওয়্যার (ওপেন সোর্স) আছে, যা দিয়ে যন্ত্র উদ্ধারের সঙ্গে সেটি বন্ধ বা তথ্য মোছার কাজটি করা যায় দূর থেকেই। এ জন্য পূর্বসতর্কতা হিসেবে আগে থেকেই ল্যাপটপ, স্মার্টফোন বা ট্যাবলেটে প্রে প্রোগ্রামটি ইনস্টল করে নিতে হবে। উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস সব ধরনের প্লাটফর্মে কাজের উপযোগী এ সফটওয়্যারটি পাওয়া যাবে https://preyproject.com ওয়েব ঠিকানায়, আকার ৬ মেগাবাইট। প্রোগ্রামটি নামিয়ে ইনস্টল করার পর প্রথম অবস্থায় নিজের নাম এবং ই-মেইল ঠিকানা, আলাদা পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। নতুন একটি মেইল আসবে। মেইলটি খুলে সেখানে থাকা কন্ট্রোল প্যানেলের লিংকে ক্লিক করে নিজের যন্ত্রগুলো যুক্ত করা যাবে। প্রে হচ্ছে একটি এজেন্ট-ভিত্তিক অনুসন্ধান প্রোগ্রাম। এটি দিয়ে চুরি যাওয়া যন্ত্রের সব তথ্য মুছে ফেলা যাবে অথবা দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে ফেরত পাওয়ার ব্যবস্থা করা যাবে। যন্ত্রটি একবার হারিয়ে গেলে অন্য কম্পিউটার থেকে প্রে প্রোগ্রামের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগইন করে সেখানে যন্ত্রটির বর্তমানে ‘ঠিক আছে’ অবস্থা পরিবর্তন করে ‘হারিয়ে গিয়েছে’ দিতে হবে। এরপর যন্ত্রে ইনস্টল থাকা প্রে প্রোগ্রামটি অন্তরালে থেকে নিজে নিজেই যন্ত্রের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) কিংবা সংযুক্ত ওয়াই-ফাই হটস্পট ও ইন্টারনেট ব্যবহার করে এর অবস্থান, ওয়েবক্যামের মাধ্যমে চোরের ছবি এবং বর্তমানে চালু থাকা ডেস্কটপ পর্দার ছবি—এসব তথ্য প্রে অ্যাকাউন্টে জমা হতে থাকবে। ফোনের ক্ষেত্রে খুদেবার্তার মাধ্যমে অ্যাকাউন্টে না ঢুকেই বিভিন্ন কাজ করা যাবে। তারপর দূর থেকেই যন্ত্রটি লক, তথ্য মোছা বা অবস্থান নির্ণয়, সতর্কসংকেত বাজানো ইত্যাদি কাজ নিজের প্রয়োজনমতো করা যাবে।

No comments:

Post a Comment