Tuesday, October 21, 2014

হাইপেশিয়া

হাইপেশিয়া (Hypatia) যে শুধু একজন তুখোর গণিতবিদ,সফল পদার্থবিজ্ঞানী,প্রতিভাময় জ্যোতির্বিদ আর নিউপ্লেটোনিক দর্শনধারার প্রধান ছিলেন তাই না,তিনি ছিলেন জগদ্বিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরির শেষ গবেষক। তার জন্ম ৩৭০সালে,তার বাবা ছিলেন একজন বড় দার্শনিক,নাম থিওন।সেই যুগে মেয়েরা যখন পুরুষের সম্পত্তি হয়ে ঘরের ভেতর আটকা পড়ে থাকত তখন হাইপেশিয়া সদর্পে পুরুষদের জগতে ঘুরে বেড়াতেন। যে কোন হিসেবে হাইপেশিয়া ছিলেন অনিন্দ্য সুন্দরী,তাকে বিয়ে করার জন্যে পুরুষরা পাগল ছিল কিন্তু তিনি কখনো বিয়ে করতে রাজি হন নি।কথিত আছে তার এক ছাত্র একবার তার প্রেমে পড়ে গিয়েছিল,সেই ছাত্রকে তিনি মেয়েলী বিড়ম্বনার একটা নমুনা দেখিয়ে মোহমুক্ত করে ছেড়ে দিয়েছিলেন! এই সুন্দরী মহিলা নিয়মিতভাবে আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে বক্তৃতা দিতেন।তার বক্তৃতা শোনার জন্যে অনেক দূর থেকে জ্ঞানী গুণী মানুষেরা আসত।রীতিমতো টিকেট কিনে তারা হাইপেশিয়ার বক্তৃতা শুনত।

No comments:

Post a Comment