Tuesday, October 21, 2014

অনেক কিছুই অজানা

পাইয়ের সঠিক মান (3.1415926) মনে রাখতে পিচ্চি গনিতবিদদের একটা সুন্দর লাইন শেখানো হয়। সেটি হল may I have a large container of coffee?" মিলিয়ে নিতে পারেন। সংখ্যার সমান বর্নই পাবেন।
আমরা সংখ্যা গননার ক্ষেত্রে মিলিয়ন, বিলিয়ন ও সর্বোচ্চ ট্রিলিয়ন পর্যন্ত যাই। কিন্তু এরা ছাড়াও আরো আটটি গননা একক আছে। এরা হল কোয়াড্রিলিয়ন, কুইন্টিলিয়ন,সেক্সটিলিয়ন,সেপটিলিয়ন, অক্টিলিয়ন,নলিনিয়ন, ডেসিলিয়ন ও আনডেসিলিয়ন।
শুন্য (0) সংখাটির zero ছাড়াও আরো ১৯ টি নাম প্রচলিত আছে। এদের মধ্যে সবচেয়ে বেশী প্রচলিত নামগুলি হল , nought, naught, nil, zilch ,zip ইত্যাদি। কখনো খেয়াল করে দেখেছেন শুন্যকে (0) রোমান হরফে পরিবর্তন করা হয় না? zero শব্দটি এসেছে আরবি শব্দ "সিফর "থেকে। যেটাকে ইংরেজীতে "ciphar "হিসাবে লেখা হত এবং এর অর্থ হল a secret way of writing " বা "লেখার গোপন পদ্ধতি। গনিতের মহা গুরুত্বপূর্ণ চিহ্ন
সমান চিহ্ন (=) ব্যাবহার কিন্তু গনিতের শুরু থেকে ছিলোই না। এটির ব্যাবহার শুরু হয়েছে মাত্র ৪৫০ বছর আগে থেকে। ষোড়শ শতকে ওয়েলসের একজন গনিতবিদ মি. রবার্ট রেকর্ডে সমান চিহ্ন ব্যবহারের গোড়াপত্তন করেন। তিনি আসলে "equals to " লেখাটি বারবার লিখতে লিখতে বিরক্ত হয়ে পড়েছিলেন।
জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google এর নামটি এসেছে googol শব্দটির ভুল বানান বা মিসস্পেলিং থেকে। Googol আসলে কোন শব্দ নয়। এটি একটি গানিতিক সংখ্যা। ১ এর পেছনে ১০০ টি শুন্য সংখ্যাটিকে নামকরণ করা হয় googol। নামকরণ করেন গনিতবিদ মিল্টন ১৯৪০ সালে। আধুনিক ক্যালকুলেটরের শুরুর স্টেপ হল অ্যাবাকাস। আবিস্কার করেন চার্লস ব্যাবেজ।
ইংরেজী A বর্নটি 1 থেকে 999 পর্যন্ত একবারও ব্যাবহার হয়না। কেবলমাত্র one thousand লিখতেই A লাগে।
4 একমাত্র ডিজিট যেটা লিখতে এর সমান বর্ন লাগে (four)।

No comments:

Post a Comment