Friday, October 10, 2014

LED থেকে নিল আলো আবিষ্কার

এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের দুজন এবং একজন জাপানি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী। তাঁরা হলেন ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও শুজি নাকামুরা। তাঁরা এলইডি থেকে নীল আলো উৎপাদনের কৌশল আবিষ্কার করেছেন। এই নীল আলো লাল ও সবুজের সঙ্গে মিশিয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী সাদা আলো। এলইডি হচ্ছে আলোক নিঃসরণকারী একধরনের বাল্ব বা লাইট-এমিটিং ডায়োড। তিন পদার্থবিজ্ঞানীর ওই আবিষ্কারের ফলে বাড়িঘর এবং কম্পিউটারে ব্যবহারের উপযোগী জ্বালানি-সাশ্রয়ী আলো পাওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই নীল এলইডি লাইট-এমিটিং ডায়োড (এলইডি) এতে অর্ধপরিবাহী পদার্থের বেশ কয়েকটি স্তর থাকে। বৈদ্যুতিক ভোল্টেজ ইলেকট্রনকে ঋণাত্মক স্তর এবং ছিদ্রগুলো থেকে ধনাত্মক স্তর হয়ে সক্রিয় স্তরের দিকে প্রবাহিত করে, যেখানে তারা আলো নিঃসরণের জন্য আবার একত্র হয়। এলইডিতে গ্যালিয়াম নাইট্রাইডের বেশ কয়েকটি স্তর সমন্বিত অবস্থায় থাকে। ইনডিয়াম ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ তৈরির মাধ্যমে বিজ্ঞানীরা বাতির কার্যকারিতা বৃদ্ধি করতে সমর্থ হয়েছেন। সূত্র: নোবেলপ্রাইজ ডট ওআরজি/এএফপি

No comments:

Post a Comment