Friday, October 10, 2014

নতুন সিসিটিভি ক্যামেরা

এইচআইকেভিশন ব্র্যান্ডের ডিএস-অ্যানালগকিট-০০১ মডেলের নতুন সিসিটিভি ক্যামেরা বাজারে এসেছে। এতে রয়েছে চার চ্যানেল ডিভিআর এবং অ্যানালগ কম্বো কিট, সিসিটিভি আইআর ২০ মিটার দূরত্বের বুলেট ক্যামেরা, চারটি ২০ মিটার ডেটা এবং পাওয়ার কেব্ল ইত্যাদি। এক্সেল টেকনোলজিস লিমিটেডের বাজারে আনা সিসিটিভি ক্যামেরার দাম ২৯ হাজার ৫০০ টাকা।

No comments:

Post a Comment