Sunday, October 12, 2014

Royale থিম

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি উইন্ডোজ এক্সপি'র একটি সুন্দর থিম নাম "Royale Theme" ।থিমটি কিছুটা উইন্ডোজ এক্সপি'র ডিফল্ট থিম এর মত হলেও এটি অনেক সুন্দর! মাইক্রোসফট উইন্ডোজ সেভেন,উইন্ডোজ এইট নামালেও অনেকের কাছে এখনও উইন্ডোজ এক্সপি-ই সেরা। মাইক্রোসফট তাদের ওয়েবসাইট এ উইন্ডোজ সেভেন,উইন্ডোজ এইট এর থিম রাখলেও উইন্ডোজ এক্সপি 'এ কোন থিম রাখে নি। কেন জানি না, হয়তো মাইক্রোসফট চায় না কেউ উইন্ডোজ এক্সপি ব্যবহার করুক। যাই হোক, গুগল এ অনেক ঘাটাঘাটির পর পেলাম খুব সুন্দর একটি থিম, যেটি শেয়ার করছি। আর একটা কথা আমরা অনেকেই ভাবি অনেক থিম পিসি কে স্লো করে, এই থিম কিন্তু তা করবে না। তাই নিশ্চিন্তে ডাউনলোড করুন ( ৯৪৭.৫৮ কেবি) । Softpedia ডাওনলোড লিংক এখন এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আর কোন সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই ।

No comments:

Post a Comment